৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বাকেরগঞ্জে আবুল হোসেন খানকে মনোনয়ন দেয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা

আপডেট: নভেম্বর ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খানকে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবুল হোসেন খান বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোহেল ফরাজী।

তিনি সাংবাদিকদের জানান, দলের সর্বস্তরের ও আমাদের নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আবুল হোসেন খানকে বিজয়ী করে এই আসনটি ” দলকে ” উপহার দেয়ার লক্ষ্যে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ও মতনৈক্য ভুলে গিয়ে হাতে হাত রেখে কাধে কাধ মিলিয়ে দেশ ও জাতির স্বার্থে চূড়ান্ত বিজয়ের জন্য মন প্রাণ দিয়ে কাজ করবো। নিয়ামতি ইউনিয়নের সকল নেতাকর্মীদের মতানৈক্য ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য তিনি সবিনয়ে অনুরোধ জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network