আপডেট: নভেম্বর ৬, ২০২৫
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : চরফ্যাশনে ‘জুলাই ২০২৪ এর স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা’ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক চরফ্যাশনে এফডিএ-এর প্রধান কার্যালয়ে “বাংলাদেশ তারুণ্য উৎসব-২০২৫” উপলক্ষে সমৃদ্ধি কর্মসূচি ক্রিড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগন। অনুষ্ঠানের শুরুতে জুলাই ২০২৪ এর স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এর তাৎপর্য তুলে ধরা হয়। বিতর্ক প্রতিযোগিতায় দুটি বিদ্যালয়ের ৩ জন করে মোট ৬ জন বিতার্কিক অংশগ্রহন করেন। এতে চ্যাম্পিয়ন হন কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ হন কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন শংকর চন্দ্র দেবনাথ। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন কৃষিবিদ শ্যাম সুন্দর দেবনাথ, মোঃ মহিউদ্দিন এবং কৃষিবিদ মোঃ মেহেদী আজম । মডারেটরের দায়িত্ব পালন করেন কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ মাঈনুদ্দীন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়

