৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গাজীপুরে পিস্তল-গুলি ও ৬ সহযোগীসহ স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

আপডেট: নভেম্বর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে বুধবার রাতভর অভিযান চালিয়ে বিএনপি নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার বাড়ি থেকে দুটি পিস্তল,৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৪টি ওয়াবিটকি, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই নেতার বাড়ি থেকে তার আরও ছয় সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ২টা থেকে ভোররাত পর্যন্তউপজেলার বরমী ইউনিয়েনের বরকুল গ্রামে বিএনপি নেতার বাড়িতে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

গ্রেপ্তার মো. এনামুল হক মোল্লা ওই গ্রামের প্রয়াত আহাদ আলীর ছেলে। তিনি সৌদি আরবের মক্কা নগরীর মেসপালা বিএনপির সভাপতি ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি থেকে অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শওকত মীর (৪৫), জহিদ মিয়া (৪০), মোস্তফা কামাল (৩২), সিদ্দিকুর রহমান (৩৪), বুলবুল মিয়া (৩৫) ও তোফাজ্জল হোসেন (৪৫)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের (৪৬ ডিব লোকেটিং) নেতৃত্বে যৌথ বাহিনী এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় এনামুলসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে এনামুলের বহুতল ভবনের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২ বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২ ইলেকট্রনিক শর্ট মেশিন, একটি হ্যামার নীলগান ও ১টি চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, যৌথ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বাড়ির ছাদে পানির ট্যাঙ্কিতে লুকিয়ে থাকা অবস্থায় এনামুলকে আটক করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, এর আগে এনামুল বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে অবস্থান করেছেন এনামুল। গত বছর পাঁচ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। কিছুদিন পর দেশে ফেরেণ। ঢাকা থেকে হেলিকপ্টারে আসেন নিজ গ্রামে। দেশে ফিরেই তিনি রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ওঠেন। বিএনপির মনোনয়ন ঘোষণার পরপরই তিনি তার ফেসবুক আইডিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network