আপডেট: নভেম্বর ১৮, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের নৈশকোচ, পিকআপ ও আলমসাধুতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে লুট করা হয়েছে নগদ টাকা ও মোবাইল ফোন। মঙ্গলবার (১৮ই নভেম্বর) ভোরে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে ইকোপার্ক ও পুলিশ বক্সের মাঝিমাঝি স্থানে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস ও চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের টিম।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্দুলবাড়ীয়াগামী পূর্বাশা পরিহনের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৫২৪১) মঙ্গলবার ভোর ৫টার দিকে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকোপার্ক পার হওয়ার পর গাড়িটির গতিরোধ করে একদল ডাকাত। এসময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দলটি বাসে উঠে প্রথমে চালককে আঘাত করে।
পরবর্তীতে তারা বাসের যাত্রী, চালক ও সুপারভাইজারের কাছ থেকে ৭-৮টি মোবাইল ফোন ও আনুমানিক ২৫-৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় যাত্রীদের আহত হওয়ার খবর না পাওয়া গেলেও ডাকাত দল বাসটির জানালার গ্লাস ভাঙচুর করেছে।
ডাকাত দল প্রথমে সড়কের পাশের দুটি ছোট গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি পিকআপের গতিরোধ করে। এসময় পিকআপ চালকের কোমড়ে ধারালো অস্ত্র ধরে নগদ ১০ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তারা একটি আলমাসাধু ও পূর্বাশা পরিবহনে ডাকাতি করে। ডাকাতি শেষে তারা দুই দলে ভাগ হয়ে সড়কের দুই পাশে মাঠের ভেতর নেমে যায়।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ডাকাতির খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আশা করছি এ ঘটনার সাথে জড়িতরা দ্রুতই গ্রেফতার হবে।
উল্লেখ্য, সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কটি বরাবরই ঝুকিপূর্ণ। পুলিশের উপস্থিতি না পেলেই সড়কটির নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল। লুট করে নিয়ে যায় নগদ টাকাসহ অন্যান্য জিনিস। গত বছরের ১২ই সেপ্টেম্বর রাত ১০টা থেকে শুরু করে ঘণ্টাব্যাপী এ সড়কে গণডাকাতি করে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে লুট করে নেওয়া হয় নগদ টাকা ও স্বর্ণালংকার।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

