১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

আজহারি ইস্যুতে নিজেদের অবস্থান জানাল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত

আপডেট: নভেম্বর ১৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এসব পোস্টে দাবি করা হয়, ওই আসনে জামায়াতের পূর্ব ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারিকে মনোনয়ন দেওয়া হয়েছে।তবে জামায়াত জানিয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের কোনো আসনে প্রার্থী পরিবর্তন করা হয়নি। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ফেসবুক পেজে ‘বিভ্রান্তি নিরসন’ শিরোনামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন আসনগুলিতে প্রার্থী হিসেবে বহাল রয়েছেন: ঢাকা-৪ সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা-৮ ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯ কবির আহমদ ও ঢাকা-১০ মো. জসিম উদ্দিন সরকার।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, “মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি সম্পূর্ণ গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই।” তিনি সবাইকে সতর্ক থাকার পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা সম্পর্কিত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network