আপডেট: জানুয়ারি ১০, ২০২৬
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিন অবহেলিত ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বিশেষ নজর দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিগত দিনে বহুবার দাবি-দাওয়া করেও যেসব বিষয় আমলে নেয়নি বিগত সরকারের মন্ত্রী-সচিবরা। এবার সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এরই লক্ষে নানা বিষয় নিয়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মদ আব্দুল কুদ্দুছ এর
সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মোহাম্মদ মনিরুজ্জামান (মনির) এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওঃ মোঃ নুরুন্নবী আলী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোঃ মোখলেছুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মহাসচিব মোঃ শামছুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি (চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটি) চেয়ারম্যান মাওঃ মোঃ বশীর উল্ল্যাহ আতহারী,
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওঃ মোঃ আল আমিন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।মাদ্রাসার শিক্ষকরা বিনা অর্থে শ্রম দিচ্ছেন। বর্তমানে শিক্ষকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় জাতীয়করণ না হলে পরবর্তীতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করবে তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

