আপডেট: জানুয়ারি ১০, ২০২৬
রংপুর প্রতিনিধি:: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ পুলিশ একটি দলীয় কাঠামোর মধ্যে পরিচালিত হয়েছে এবং সে কারণে বাহিনীর ভেতরে নানা ধরনের বিচ্যুতি তৈরি হয়েছিল। এ সময় পুলিশের মাধ্যমে কিছু গণবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত সহিংস ঘটনায় বিপুল সংখ্যক আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় পুলিশের কিছু লোভী ও দলীয় মনোভাবাপন্ন নেতাকর্মীর ভূমিকার কারণে বাহিনীর ওপর যে দায়ভার এসেছে, তা কাটিয়ে উঠতে গত এক বছর ধরে পুলিশকে পুনর্গঠন ও মনোবল ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শতভাগ সফলতা না এলেও আন্তরিক প্রচেষ্টার কোনো ঘাটতি নেই।
অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে আইজিপি বলেন, পৃথিবীর কোথাও শতভাগ অপরাধ নির্মূল সম্ভব নয়। বাংলাদেশের গত ১০ থেকে ২০ বছরের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর গড়ে সাড়ে তিন হাজার থেকে চার হাজার হত্যাকাণ্ড ঘটে। তবুও পুলিশের লক্ষ্য থাকবে, একজন মানুষও যেন প্রাণ না হারায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা পুলিশের প্রধান দায়িত্ব। এ কাজে শুধু পুলিশ নয়, প্রায় ছয় লাখ আনসার সদস্য, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডও মাঠে থাকবে। উপকূলীয় এলাকায় নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে নিরাপত্তা ও অপরাধ দমনে কাজ করছে।এর আগে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড অডিটোরিয়ামে রংপুর রেঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি বাহারুল আলম।

