আপডেট: জানুয়ারি ১০, ২০২৬
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘জীবননগর কমিউনিটি’-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০ই জানুয়ারি) রাতে জীবননগর পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ও বাজারের নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১০০টি কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন মামুন নীরব, সাংবাদিক রিপন হোসেন, জাহিদুল ইসলাম কাজল, ওমর ফারুকসহ কমিউনিটির অন্যান্য সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
মামুন নীরব জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। শীত মৌসুম জুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

