আপডেট: জানুয়ারি ১০, ২০২৬
আরিফুল ইসলাম মহিন:: সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন পাহাড়ি শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে ৩ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম, এএমসি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।এ সময় স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন চিকিৎসা সেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, বিজিবির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে

