আপডেট: জানুয়ারি ১০, ২০২৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়ার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাবিনা ইয়াসমিন (৩৫) ওই গ্রামের শৌকত হোসেনের স্ত্রী। আর অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে সুজন (৩০)।নিহতের স্বামী জানান, বাড়ির পাশে ছোট ছেলেরা ব্যাটমিন্টন খেলছিল। তার ছেলে শাওন খেলার মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত ৯টার সময় ছেলেদের খেলা বন্ধ করতে বলে। এসময় বিদ্যুতের তার ছিড়ে পাশের বাতি নিভে যায়। এতে সুজন ক্ষিপ্ত হয়ে ছেলে শাওনকে মারতে থাকে। ছেলেকে রক্ষা করতে সাবিনা এগিয়ে যান। উত্তেজিত সুজন আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। পর মহূর্তে সাবিনা অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেড়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ পরিদর্শক লাল চান জানান, রাতে হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

