১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আপসহীনতার কারণেই খালেদা জিয়া হয়েছেন মা মাটি ও দেশনেত্রী : সরোয়ার পানছড়িতে সড়ক নির্মাণে অনিয়ম: এলাকাবাসীর ক্ষোভ, তদন্তের আশ্বাস জীবননগর উপজেলার ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি-এসপি সীমান্তবর্তী শীতার্তদের মাঝে ৫৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প, শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ গাজীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু গণবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল পুলিশ: আইজিপি গৌরনদীতে গাছের সঙ্গে বেঁধে চোরকে গণধোলাই

গাজীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

আপডেট: জানুয়ারি ১০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়ার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সাবিনা ইয়াসমিন (৩৫) ওই গ্রামের শৌকত হোসেনের স্ত্রী। আর অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে সুজন (৩০)।নিহতের স্বামী জানান, বাড়ির পাশে ছোট ছেলেরা ব্যাটমিন্টন খেলছিল। তার ছেলে শাওন খেলার মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত ৯টার সময় ছেলেদের খেলা বন্ধ করতে বলে। এসময় বিদ্যুতের তার ছিড়ে পাশের বাতি নিভে যায়। এতে সুজন ক্ষিপ্ত হয়ে ছেলে শাওনকে মারতে থাকে। ছেলেকে রক্ষা করতে সাবিনা এগিয়ে যান। উত্তেজিত সুজন আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। পর মহূর্তে সাবিনা অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেড়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ পরিদর্শক লাল চান জানান, রাতে হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network