আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ই ডিসেম্বর) বিকাল ৪টার সময় জীবননগর সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকতায় নিয়মিত হওয়াসহ সাংবাদিকতার নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক বসির উদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক রাসেল হোসেন মুন্না, প্রচার সম্পাদক এ এস এম রকি, নির্বাহী সদস্য শেখ শহীদ, এইচ এম হাকিম, আহাম্মদ সগীর, নুর আলম।
আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য জাহিদুল ইসলাম মামুন, শোয়েব হোসেন, ফেরদৌস ওয়াহিদ, রমজান আলী, মোসলেম, আমিনুর রহমান নয়ন, সম্রাট হোসেন এবং রফিকুল ইসলাম রফিক শাহ। এছাড়া সভায় দুবাই থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য এস এম শাফায়েত।
প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।