৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আপডেট: অক্টোবর ১২, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

 ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহে পূর্ব বিরোধের জেরে তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি স্বপন ভদ্রকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি। এক সময় তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেন বা কী কারণে এই হত‍্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network