১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

জামান খন্দকার এর কবিতা “মাহে রমজান”

আপডেট: মার্চ ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

“মাহে রমজান”
জামান খন্দকার

বছর ঘুরে এলো ফিরে
মাহে রমজান।
খুঁজে নাও স্রষ্টা
সৃষ্টির মাঝে,
করো তাঁরই গুনগান।

শোক-তাপ, দুঃখ-জ্বালা,
আছে যত বিরহ ব্যথা,
অবনত ধ্যানে-মনে
বল কথা তাঁর সনে
তিঁনিই সু-মহান।

কর ধৈর্যধারণ,
কর আত্মসংযম।
প্রভুর রাহে কর জীবনপন।
ষড়রিপুকে জয় করে,
স্রষ্টার সাথে কর
ভাবের আদান-প্রদান।

মানুষের মাঝে ভেদ-বিভেদ ভুলে
কর স্রষ্টার জয়গান।
পুরো মাস জুড়ে
রোজা রেখে করো
প্রভুর অন্বেষণ।

প্রভুর প্রেমে বিলিয়ে দাও
আপন দেহ প্রাণ।
রহমত বরকত নাজাতেই
প্রভুর অনন্ত নেয়ামত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network