২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গুঠিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো ছাত্রশিবির

আপডেট: জুলাই ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গুঠিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আকবর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির যে পরিকল্পনা হাতে নিয়েছে, তারই অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ রক্ষা ও শহীদদের স্মরণে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি দায়িত্ব ও দায়বদ্ধতার অংশ।”
কর্মসূচিতে গুঠিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে আরো সচেতন ও দায়িত্বশীল করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলমান থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network