২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মা-ছেলে ও পূত্রবধূ গাঁজাসহ আটক ৪

আপডেট: আগস্ট ১৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মা, ছেলে ও পূত্রবধূসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ২৬ পুরিয়া গাঁজা (১৯৫ গ্রাম) এবং মাদক বিক্রির ৪ হাজার ৮৯০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।বুধবার বিকাল ৫টার দিকে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সুবিদখালী কলেজ রোডস্থ উত্তর সুবিদখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মির্জাগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে সেনাবাহিনীর বিশেষ টিম ও থানা পুলিশের যৌথ দল মোস্তফা মৃধার বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ি তল্লাশি করে ২৬ পুরিয়া গাঁজা ও ৪ হাজার ৮৯০ টাকা নগদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মোস্তফা মৃধার স্ত্রী হেলেনা বেগম (৫০), ছেলে মো. সাগর মৃধা (৩৫), সাগর মৃধার সহোদর শাহীন মৃধার স্ত্রী তানিয়া আক্তার (২৫) ও মাদকের ক্রেতা মো. ইসমাইল (১৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারী মোস্তফা মৃধা ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যান।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network