আপডেট: নভেম্বর ৪, ২০২৫
নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর কবিরহাটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ওই ট্রাকের মাঝে ঢুকে পড়ে। এতে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পরে গুরতর অবস্থায় বাকি ৩ জনকে নোয়াখালী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধর করে নোয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আর ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর ট্রাকচালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

