৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল বিভাগের ২১টি আসনের ১৬টিতে চমক দিয়ে ধানের শীষের প্রার্থী ঘোষণা

আপডেট: নভেম্বর ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটি বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের তালিকা অনুমোদন করেছে।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রার্থীদের নাম ঘোষণার পরপরই নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেউ আনন্দ মিছিল কিংবা মিষ্টি বিতরণ করেননি। তবে, প্রার্থীদের বাড়ির সামনে জড়ো হয়ে উল্লাস করেন এবং মনোনীত প্রার্থীদের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

বরিশালের ১৬টি আসনে বিএনপির যারা নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন, তাদের তালিকা নিচে দেওয়া হলো:

বরগুনা-১: মো. নজরুল ইসলাম মোল্লা

বরগুনা-২: নুরুল ইসলাম মনি

পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন

ভোলা-১: গোলাম নবী আলমগীর

ভোলা-২: মো. হাফিজ ইব্রাহীম

ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

ভোলা-৪: মো. নুরুল ইসলাম নয়ন

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন

বরিশাল-২: সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু

বরিশাল-৪: মো. রাজীব আহসান

বরিশাল-৫: মো. মজিবর রহমান সরওয়ার

বরিশাল-৬: আবুল হোসেন খান

ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর

পিরোজপুর-৩: মো. রুহুল আমিন দুলাল

মনোনীত প্রার্থীর প্রতিক্রিয়া…
এদিকে নাম ঘোষণার পর বরিশাল সদর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সরওয়ার বলেন, ‘বিএনপি গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, জনতাই ক্ষমতার উৎস। সেটা আরও একবার প্রমাণিত হলো।’ তিনি বরিশালবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমি পূর্বেও যেমন জনগণের জন্য কাজ করেছি, আগামী দিনে যে উন্নয়ন বাকি রয়েছে সেগুলো সম্পন্ন করব। বরিশালের উন্নয়ন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উন্নয়ন। আমি বরিশাল থেকে বারবার নির্বাচিত হয়েছি। আমাদের সময়েই বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে। বিভাগ, রেডিও স্টেশনসহ নানা উন্নয়ন হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network