আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।প্রথমে জেলা প্রশাসক আবু সাঈদ পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

