১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

দর্শনায় ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ আসমাউল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে। গতকাল সোমবার দুপুরে আকন্দবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসমাউল ইসলাম দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দর্শনা থানার এসআই ইমরান সঙ্গীয় ফোর্সসহ আকন্দবাড়ীয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানককলে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ আসমাউল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়।

দর্শনা থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবা ও মোটরসাইকেলসহ আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়েরপূর্বক মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network