আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের দিনে বাংলাদেশের আকাশে উদিত হয়েছিল নতুন সূর্য। আজ সেই ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। দেশকে শত্রুমুক্ত করার জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অকাতরে জীবন উৎসর্গকারী সকল শহিদের স্মরণে মহান বিজয় দিবসের ৫৪ বছরপূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় জেলা পুলিশের পক্ষ থেকে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিসম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীরসহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্স।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

