১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

৪ দিনেও খোঁজ মেলেনি স্কুল ছাত্র রবিউলের!

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: নারায়ণগঞ্জ বন্দর থেকে রবিউল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র। এরপর সে আর বাড়িতে ফিরে আসে নাই! নিখোঁজ রবিউল কে এম এস মডেল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজের বাবা মাসুম মিয়া বলেন, রবিউল এর মা নাসরিন রাতে পড়াশোনা করতে বললে বাসা থেকে রাগ করে বের হয়ে যায় ‘চার দিন হয়ে গেল, ছেলের খোঁজ পাচ্ছি না। ওর চিন্তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না। আমি আমার ছেলে ফিরে পেতে চাই।পরে থানায় একটি সাধারণ ডায়রি করেন নিখোঁজের বাবা। রবিউল ইসলাম এর নানা বাড়ি বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে!

এ ঘটনায় নিখোঁজের বাবা মাসুম নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

নারায়ণগঞ্জ বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সজিব বলেন, ‘নিখোঁজের বাবা একটি সাধারণ ডায়রি করেছেন। সব থানায় বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
মোঃ মাসুম ফোন নম্বর: 01765-769628

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network