২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা গৌরনদীতে সেনাবাহীর অভিযানে গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ চিহ্নিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তার আগৈলঝাড়ায় জহির উদ্দিন স্বপনের গণসংযোগে সংখ্যালঘু জনতার ঢল মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ১১ আগৈলঝাড়ায় জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ দর্শনায় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজপ্রাপ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (২৫ জানুয়ারি) গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। ‎এতে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেরনিয়াবাত সেকেন্দার আলী, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, ছাত্র প্রতিনিধি মোরশেদ হাসান, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপপরিচালক মিঠু মধু, ফেসিলেটর সেতু আক্তার, অনিমেষ মধু প্রমুখ। ‎প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরাও আমাদের সমান অধিকারভুক্ত নাগরিক। নির্বাচন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা, ভোটকেন্দ্রের অবকাঠামো, তথ্যপ্রাপ্তির মাধ্যম এবং সহায়ক ব্যবস্থাগুলোকে আরও প্রতিবন্ধীবান্ধব করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “এ ধরনের লার্নিং শেয়ারিং সভা বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করতে সহায়ক হয়। মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সুপারিশগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছাতে পারলে ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।”

‎বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে হলে শুধু আইন থাকলেই হবে না, বাস্তব প্রয়োগ জরুরি। অনেক সময় দেখা যায় তথ্যের অভাব, সচেতনতার ঘাটতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তারা ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেন। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—সহজ ভাষায় তথ্য প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং সমস্যা তুলে ধরার মাধ্যমে।” তিনি আরও বলেন, “সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও খুব প্রয়োজন। প্রতিবন্ধকতা কোনো অক্ষমতা নয়—উপযুক্ত সহায়তা পেলে তারাও সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম।” ‎সভায় নির্বাচন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বৃদ্ধি, ভোটকেন্দ্রে প্রবেশগম্যতা নিশ্চিতকরণ, তথ্যপ্রাপ্তির সুবিধা এবং সহায়ক পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযোগী অবকাঠামো, সচেতনতামূলক কার্যক্রম এবং নির্বাচন সংশ্লিষ্ট তথ্য সহজ ভাষা ও উপযোগী মাধ্যমে পৌঁছে দেওয়া সময়ের দাবি। ‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‎সভাটি আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)। এছাড়া যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও সুইডেন দূতাবাসের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান। ‎বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ আরও সহজ, কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network