গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে ওইদিন সকাল ১০টায় গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী যাত্রা শুরুর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক গাজী আবু বক্কর, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাফর ইকবাল প্রমুখ। হাজারের অধিক বিএনপির নেতা কর্মী সমর্থক ওই দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ভোর ৬টায় এম. জহির উদ্দিন স্বপন রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এরপর নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরুর লক্ষে সড়ক পথে গৌরনদী-আগৈলঝাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে আসেন।