২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান আহত শ্রমিক রুহুল আমীনের পাশে তালতলী ইমারত শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় শিক্ষার্থীর পড়াশোনার ভার নিলেন আমান উল্লাহ্

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান

আপডেট: জানুয়ারি ২০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

গৌরনদী প্রতিনিধি।। নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ও ইদ্রিস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আ. সাত্তার মৃধা, জুয়েল সরদার, মো. রিয়াদ হোসেন, মো. আবুল কালাম, মোশারেফ ফকির, সেলিম গাজী ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। ‎সভাপতির বক্তব্যে মো. মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার মতো গুণাবলি গড়ে তোলে। তিনি আরও বলেন, সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, যা ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। ‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে। ‎দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।‎সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network