২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান আহত শ্রমিক রুহুল আমীনের পাশে তালতলী ইমারত শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় শিক্ষার্থীর পড়াশোনার ভার নিলেন আমান উল্লাহ্

তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয়

আপডেট: জানুয়ারি ২১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরগুনার তালতলী উপজেলায় নৌবাহিনীর কঠোর তৎপরতায় চাঁদাবাজ, মাদক কারবারি, চোর ও ডাকাত চক্র কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের অংশ হিসেবে নৌবাহিনীর এই শক্ত অবস্থান এলাকায় দৃশ্যমান প্রভাব ফেলছে।

উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, নৌপথ ও জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে। দিন ও রাতব্যাপী এই নজরদারির কারণে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচল সীমিত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৌবাহিনীর কড়াকড়ির ফলে আগে যেসব এলাকায় চাঁদাবাজি, মাদক বেচাকেনা, চুরি ও ডাকাতির ঘটনা নিয়মিত ঘটত, সেখানে এখন অপরাধমূলক তৎপরতা অনেকটাই স্তব্ধ। পরিচিত অপরাধীদের কেউ এলাকা ছেড়ে চলে গেছে, আবার কেউ আত্মগোপনে রয়েছে।

সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর তারা এলাকায় নিরাপদ পরিবেশ অনুভব করছেন। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এমন কঠোর নিরাপত্তা বলয় ভোটারদের মধ্যে আস্থা তৈরি করেছে। নৌবাহিনীর এই ভূমিকাকে স্থানীয়রা প্রকাশ্যে সাধুবাদ জানাচ্ছেন।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে টহল ও অভিযান অব্যাহত থাকবে। যে কোনো ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথাও জানানো হয়।সচেতন মহলের মতে, নৌবাহিনীর এই সক্রিয় ও কঠোর নজরদারি অব্যাহত থাকলে তালতলী উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে থাকবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network