আপডেট: জানুয়ারি ২২, ২০২৬
মিশু সিকদার, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রচার প্রচারনার শুরুতেই এক স্কুল শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়েত নেতা কর্মীরা. বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘটে এই ঘটনা।
মারধরের শিকার হওয়া স্কুল শিক্ষার্থী মো. রেদোয়ান অভিযোগ করেন, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বিএনপির নির্বাচনী প্রচারনা সভায় যাওয়ার জন্য তারই বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী তাকে বলে, কিন্তু সে ওই সভায় যেতে অস্বীকার করলে তাকে মারধর করে তারা। ঘটনার পর বিএনপির সমাবেশ স্থলে জামায়েত নেতা কর্মীরা গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বাউফল থানা পুলিশ ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং জামায়েত শিবির নেতা কর্মীদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।
এ বিষয়ে সহকারি কমিশনার(ভূমি) সোহাগ মিলু বলেন, আমরা তাদেরকে(জামায়েত শিবির নেতা কর্মীদেরকে) সরিয়ে দিয়েছি, তাদেরকে সতর্ক করা হয়েছে, এ বিষয়ে জামায়েত প্রার্থীর সাথেও কথা হয়েছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস বলেন, বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জামাত শিবিরের লোকজন আসছিলো পরে প্রশাসন এসে তাদেরকে সরিয়ে দিয়েছে।
এসময়ে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ছাত্রদল কর্মী শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে তারেক রহমানের পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ করেন।
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি, মো. লিমন হোসেন বলেন, শিবির সমর্থক স্কুল শিক্ষার্থী রেদোয়ানের উপর আক্রমনের ঘটনা জানতে পেরে আমরা পুলিশ, সেনাবাহিনীকে অবগত করার পর ঘটনাস্থলে গিয়েছি, এরপর শিবিরের জেলা সভাপতির নেতৃত্বে ৫সদস্যের প্রতিনিধি দল বিদ্যালয়ে প্রবেশ করে ওই শিক্ষার্থী, প্রধান শিক্ষক এবং অভিভাবকের সাথে কথা বলেন। শিবির সমর্থক ওই শিক্ষার্থীকে মারধরের বিষয়টি আড়াল করতেই উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন তারা।

