১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

ASM-RU এর উদ্যোগে স্কুল পর্যায়ে ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত

আপডেট: আগস্ট ৩০, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

মঙ্গলবার (২২ আগষ্ট) ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ASM-RU এর উদ্যোগে স্কুল পর্যায়ে ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত হয়েছে। আর এরই মাধ্যমে দীর্ঘ প্রায় একমাস ব্যাপি চলা ASM-RU এর ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রামের সফল সমাপ্তি ঘটে।

ASM-RU এর ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা অংশ ছিলো স্কুল লেভেলে ডেঙ্গু বিষয়ে সতর্কতা তৈরি। স্কুল পর্যায়ের শিশুদের ডেঙ্গু বিষয়ে যে নলেজ বা ইনফরমেশন গ্যাপ রয়েছে তা দূর করতে এই স্কুল অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হয়। ডেঙ্গুর ব্যাপারে প্রপার নলেজ এবং আইডিয়া না থাকার কারণে ডেঙ্গু আক্রমণে সবচেয়ে ভালনারেবল গ্রুপ হিসেবে চিহ্নিত শিশুরা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিবছর বিশ্বে মারা যাচ্ছে ২০-২৫ হাজার মানুষ যার অধিকাংশই শিশু। তাই শিশুদের মাঝে ডেঙ্গু বিষয়ক সতর্কতা বৃদ্ধিতে দুটি স্কুল বেছে নিয়ে সেখানে স্কুল অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালায় ASM-RU। প্রথম স্কুলটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল আর দ্বিতীয়টি হচ্ছে শেখ রাসেল মডেল স্কুল। সচেতনতা বৃদ্ধিতে ডিফারেন্ট এজ গ্রুপ টার্গেট করা হয়। প্রথম স্কুলের ক্লাস এইট এবং দ্বিতীয়টির ক্লাস সিক্স এবং এইট এই দুটি ক্লাসে চালানো হয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম। দুটি স্কুল মিলিয়ে টোটাল প্রায় ১৩০ জন শিশু এ প্রোগ্রামে এনগেজ হয়। প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহম্মেদ এবং পুরো প্রোগামটি সঞ্চালনা করেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি মুহাম্মাদ জাইদ হাসান। শিশুরা কতটুকু শিখতে বা জানতে পেরেছে সেটা যাচাই এর জন্য প্রোগ্রামের শেষের দিকে দুটি স্কুলেই কুইজ সেশন আয়োজন করা হয়। কুইজে বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জনকে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার দিয়ে পুরষ্কৃত করা হয়। এছাড়া কয়েকজনের ভেতর দারুণ উৎসাহ এবং উদ্যম পরিলক্ষিত হওয়ায় তাদেরকে বিশেষভাবে পুরষ্কৃত করা হয়েছে। ASM-RU দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ডেঙ্গুর সমসাময়িক অবস্থার পরিবর্তনে এই শিশুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। তাদের শক্তি, উদ্যম এবং সৃজনশীলতা ডেঙ্গু নির্মুলে এবং সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। তাই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে শিশুদের সংগঠিত করার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে শক্তিশালী করছে এ সংগঠন। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির রাজশাহী বিশ্ববিদ্যালয় সবাকমিটির ইন্টারন্যাশনাল চ্যাপ্টারটি সংক্ষেপে ASM-RU হিসেবে পরিচিত। লাইফ সাইন্স এর সবচেয়ে বড় এবং পুরনো একমাত্র মেম্বারশিপ সংগঠন হিসেবে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি বৈশ্বিকভাবে পরিচিত এবং স্বীকৃত। এটির গ্লোবাল পাবলিক হেল্থ প্রোগ্রামের অংশ হিসেবে ASM-RU ডেঙ্গুর প্রাদুর্ভাবের উদ্ভবের সাথে সাথে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে নিবেদিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইন্টারন্যাশনাল চ্যাপ্টারটির যাত্রা শুরু হয় ২০১৮ সালে এবং এরপর থেকে এটি এরকম বহু জনহিতকর কার্যে যুক্ত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network