১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

দোসর হটাও আন্দোলনে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

আপডেট: এপ্রিল ২৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মামুন-অর-রশিদ:শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে মিটিংয়ের অডিও ফাঁস এবং অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের পদ থেকে অব্যাহতির পর থেকেই প্রতিবাদের আগুন দানা বাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তার সাথে যোগ হয় রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণের দাবি।
গত কয়েকদিন ধরে দোষী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অধ্যাপক মহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলে পূণর্বহাল এবং আওয়ামী লীগ নেতা রেজিস্টার মনিরুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন, কুশপুত্তলিকা দাহ সহ প্রতিবাদ বিক্ষোভ করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। আ’লীগ পূনর্বাসনে সহায়তার অভিযোগে ভিসি সুচিতা শরমিনকে ক্ষমা চাওয়ারও দাবি জানায় তারা। অবশেষে রেজিস্টাররের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলে বিষয়টি থানা পুলিশে গড়ায়।
শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগ এনে আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে. এম. সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে এ ডায়েরি করেন। এতে ১০ জনের নামোল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, আসামিরা বিভিন্নভাবে ববিতে শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ অরাজক পরিস্থিতি তৈরি করে বেড়ায়। তারা দলবল নিয়ে চলাচল করায় সাধারণ শিক্ষার্থীরা ভয়ে থাকে। এছাড়াও অভিযুক্তরা বল প্রয়োগের মধ্যদিয়ে প্রশাসনিক কাজে বাধাগ্রস্ত করছে। এমনকি ববির প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন দাবি জানিয়ে ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা রেজিস্ট্রারের কার্যালয়ের তৃতীয় তলায় উঠে মাইকে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে প্রশাসনিক কাজ ব্যাহত করে। এছাড়াও তারা রেজিস্ট্রারের কার্যালয়ে ঢুকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় থেকে বের করে দেয়। পরে তারা রেজিস্ট্রারের কক্ষসহ অন্যান্য রুমে তালা দিয়ে ভবনের মূল গেট আটকে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন এম. ডি শিহাব বলেন, যৌক্তিক আন্দোলনকে দমন করতে ও শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতে সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন কাজের তীব্র নিন্দা জানান তিনি।
সাধারণ শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, হামলা মামলা দিয়ে শিক্ষার্থীদের দমন করা যাবেনা। স্বৈরাচারী হাসিনা যেভাবে হামলা-মামলা দিয়ে বিরোধী মতকে অন্যায়ভাবে দমন করতে চেয়েছিলো ; ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেই কাজই করছে।
বন্ধর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ববি প্রশাসনের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ববির প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছি। তবে আমি এ বিষয়ে কিছু জানি না।
এ বিষয়ে জানতে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network