১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

চাঁদপুরে জীবন্ত শিশুকে কবর দেওয়ার চেষ্টা

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কার্টনের ভেতর সাদা কাপড়ে মোড়ানো ছিল একটি শিশু। কবর দিতে তাকে কবরস্থানে নিয়ে আসেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তবে জানাজার আগে কবরস্থানের কেয়ারটেকার কার্টন খোলার সময় দৌড়ে পালিয়ে যান তিনি। পরে কাপড় খুলে দেখা যায় শিশুটি জীবিত।এ সময় কেয়ারটেকার ফারুক মিয়ার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের তালতলা পৌরসভা কবরস্থানে এ ঘটনা ঘটে।

কবরস্থানের কেয়ারটেকার ফারুক মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো কবরস্থানে অবস্থান করছিলাম। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ছোট একটি কার্টন ধরিয়ে দিয়ে বলেন, এর ভেতর মৃত শিশুর লাশ রয়েছে।আপনি কবর খুঁড়ে জানাজা শেষে দাফন করবেন। এর জন্য কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু যখনই কার্টন খুলে শিশুটিকে দেখার চেষ্টা করি। তখনই ওই লোক দৌড়ে পালিয়ে যান।
’ কবরস্থানে কাজ করেন মো. শাহজাহান নামের আরেক ব্যক্তি। তিনিও একই কথা বলেন।পরে শিশুটিকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার নামের বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। মোসাদ্দেক আল আকিব নামের এক ব্যক্তি জানান, তিনি নিজেই শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ছোটন জানান, ৮০০ গ্রাম ওজনের শিশুটি প্রথমে শ্বাসকষ্ট ও অপুষ্টিতে ভুগছিল।তবে হাসপাতালে নেওয়ার পর আল্লাহর রহমতে এখন ভালো আছে। তাকে বিশেষায়িত ওয়ার্ডে নিয়ে অক্সিজেনসহ পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
হাসপাতালের ব্যবস্থাপক মজিবুর রহমান জানান, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ছেলে শিশুটিকে এখানে রাখা হবে।অন্যদিকে, এরই মধ্যে বেশ কয়েকজন নারী ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অনেকেই হাসপাতালেও ভিড় করছেন। তবে এখন পর্যন্ত কে বা কারা এই শিশুটিকে কোথায় থেকে এনে কবরস্থানে নিয়ে আসে, তাদের কোনো হদিস পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network