১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

এতিম শিক্ষার্থীদের সাথে ‘বরিশাল বাণী’ পরিবারের নৈশভোজ

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বাণী পরিবারের আয়োজনে প্রায় এক’শ এতিম শিশু শিক্ষার্থীদের সাথে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের প্রত্যেককে রজনীগন্ধা ফুল দিয়ে অনুপ্রেরণা দেন আগত অতিথিবৃন্দ।বরিশাল বাণী’র ফেসবুক পেইজে লাইক/ফলোয়ার (সদস্য) এক লক্ষ ছাড়িয়ে যাওয়া উপলক্ষে শুক্রবার রাতে নগরীর পলাশপুর রহমানিয়া মাদরাসা ও এতিমখানায় এই আয়োজন করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল বাণী’র সম্পাদক ও প্রকাশক মোঃ মামুন-অর-রশিদ। প্রধান অতিথি ছিলেন শেবামেক এর সহযোগী অধ্যাপক (অব:) ডা. এসএম ইকবালুর রহমান সেলিম।বিশেষ অতিথি ছিলেন বরিশাল বাণী’র উপদেষ্টা সাংবাদিক মামুনুর রশীদ নোমানী, কবি আব্দুল গফফার খান, উপদেষ্টা সম্পাদক মোঃ হারুন অর রশিদ ও কথা সাহিত্যিক আনিছুর রহমান হিমু।এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বাণী’র যুগ্ম সম্পাদক ফয়ছাল খান, নির্বাহী সম্পাদক আমিনুল শাহীন, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ সরদার, বার্তা সম্পাদক এম সাইফুল, প্রধান বার্তা সম্পাদক শহীদুল্লাহ সুমন, স্টাফ রিপোর্টার এস.এম সেলিম, জুয়েল খান, ফিরোজ খান সহ অন্যান্য কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অনেক গণমাধ্যমের ভিড়েও বরিশাল বাণী একটু ব্যতিক্রম। সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তারা পাঠকের আস্থা অর্জন করেছে। তাছাড়া কর্মরত সাংবাদিকদের ঈদ বোনাস প্রদান, করোনাকালে নগদ অর্থ সহায়তা দান, আপদকালীন সময়ে পাশে দাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। সামাজিক কাজেও পিছিয়ে নেই বরিশাল বাণী। দুর্নীতির সংবাদ প্রকাশে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। দেশের স্বার্থে ও রাজনৈতিক লেজুরবৃত্তির বাইরে সাংবাদিকতা করে বরিশাল বাণী এখন মিডিয়াঙ্গনে একটি উপমা। আগামী দিনে এসব ধারা অব্যাহত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ফুলেল শুভেচ্ছা প্রদান, আলোচনা সভা, দোয়া মোনাজাত ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network