১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

মির্জাগঞ্জের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান হাওলাদারকে (৫২) বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় দিকে উপজেলার গাজীপুরা স্কুলের পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গাজীপুরা গ্রামের মৃত আসমত আলী হাওলাদারের পুত্র।

‎মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ফোরকান হাওলাদারের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট কাছ থেকে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করা হচ্ছে।

তিনি জানান, এছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, জমি দখল ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের সাথে নাশকতার পরিকল্পনার অভিযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network