১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

জীবননগরে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী আখসেন্টার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের বাড়ি থেকে এই ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই রাসেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উথলী আখসেন্টার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উথলী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলামের বসতবাড়ি হতে ৯৩ বোতল ফেন্সিডিল ও একটি ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৯ হাজার টাকা। এ ঘটনায় জাহিদুল ইসলামকে পলাতক দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network