আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের একজনের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম এবং অপরজনের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালপাড়া ও শাখারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- গোয়ালপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোবারক ইসলাম ওরফে মোবা (৩০) এবং একই গ্রামের ঘাটপাড়ার আব্দুস সালামের ছেলে মো. সাধন (১৯)।
জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসলাম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোবারক ইসলাম ওরফে মোবাকে তার নিজ বসতবাড়ি হতে আটক করা হয়।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে এসআই রাসেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ শাখারিয়া এলাকা হতে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. সাধন নামের একজনকে আটক করেন।
আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।