আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশনের আসলামপুরের আয়েশাবাগ গ্রামে বেড়িবাঁধের ঢালে দুই মেয়েকে নিয়ে
বসবাস করেন বিধবা আনোয়ারা বেগম (৫৭)।
২৬ বছর আগে ছোট সন্তানকে গর্ভে রেখে তার স্বামী মারা যান। তখন থেকে দুই সন্তান নিয়ে তার জীবন সংগ্রাম শুরু। মানুষের বাসায় অল্প বেতনে কাজ করে নিজেই সংসারের হাল ধরেন। সারা দিনে যা আয় হয় তা দিয়ে মেয়েদের নিয়ে খেয়ে না খেয়ে জীবন কাটে তার।
এরই মধ্যে আনোয়ারার বসত ঘর ভেঙে যায়। তখন থেকেই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ঝুপড়ি ঘরে আনোয়ারা বসবাস করে আসছেন।
সম্প্রতি আনোয়ারা বেগমের আবাসনের দু:খ কষ্ট নিয়ে সংবাদ প্রকাশ হলে তার দিকে সাহায্যের হাত বাড়ান সুপ্রীম কোর্টের (আপিল) আইনজীবী, ভোলা-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া নিজস্ব অর্থায়নে আনোয়ারা বেগম ও তার সন্তানদের বসবাসের জন্য একটি বড় টিনের নতুন ঘর নির্মাণ করে দেন।
বৃহস্পতিবার( ১১ সেপ্টেম্বর) বিকালে আয়শাবাগ গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, অসহায় আনোয়ারা বেগমের কাছে ঘর হস্তান্তর করেন এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।
ঘর পেয়ে বিধবা আনোয়ার বেগম বলেন, “ঝুঁকি নিয়া রইদে পুইড়া, বৃষ্টিতে ভিইজ্যা কত বছর দুইডা এতিম মাইয়া নিয়াছিলাম, ছিদ্দিক স্যার আমাগোরে কত সুন্দর নতুন ঘর দিছে। আল্লাহ তার ভালো করুক”।
এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় নেতা কর্মীদের নির্দেশ দেন জনকল্যাণ মূলক কাজে সম্পৃক্ত হতে, তার নির্দেশনা মেনে আমি আমার এলাকায় জনকল্যাণ মূলক বিভিন্ন কাজ করে থাকি, অসহায় মানুষের পাশে থাকতে পারলে আমি তৃপ্ত হই।
এ সময় তার সাথে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।