১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

গাজীপুর মামাকে খুন করে ভাগ্নে আখাউড়ায় ট্রেন থেকে গ্রেপ্তার

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরে মামাকে খুন করে ট্রেনে করে পালানোর সময় অভিযুক্ত ঘাতক ভাগ্নে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার ভোরে তাকে চট্টগ্রাম গামী ঢাকা মেইল থেকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। ট্রেনটি তখন আখাউড়ায় যাত্রাবিরতি করছিলো।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মো. শফিকুল ইসলাম শুক্রবার রাতে জানান, গ্রেপ্তার হওয়া সৌরভ হাসান রুদ্রকে (২২) গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর জয়দেবপুরের ভবানিপুর গ্রামের আনিসুর রহমানকে তার ভাগ্নে সৌরভ কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় মামলা হয়। হত্যাকাণ্ডের পর সৌরভ পালিয়ে যায়। সেবনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সৌরভ এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network