১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

মহেশপুর সীমান্তে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪৯.৮০ গ্রাম ওজনের ৩টি অবৈধ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার খোসালপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমিরুল ইসলাম মহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামের আকামদ্দিনের ছেলে।

শুক্রবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার সকাল ১১টার দিকে সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে ১.৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামের দেলোয়ার হোসেনের স-মিলের সামনে পাকা রাস্তার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার সময় এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৩টি স্বর্ণের বার। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ ঝিনাইদহ জেলার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network