আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের হেফাজত হতে উদ্ধার করা হয়েছে ৪টি চোরাই মোটরসাইকেল। গ্রেফতার দুজন হলেন- জীবননগর থানার নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসিব হোসেন (২১) এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানার লাউতলা বড় ঘি ঘাটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ছায়ার হোসেন ওরফে সাদ হোসেন (২৪)।
জীবননগর থানা সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে তাকবীর হোসেন গত বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) বিকালে জীবননগর পৌরশহরের হাসপাতালপাড়া রোডে তার নিজ মোটরসাইকেল গ্যারেজে ১টি লাল রংয়ের ১০০ সিসি হিরো হোন্ডা মোটরসাইকেল রেখে খাবার খেতে যান। খাবার খাওয়া শেষে তিনি গ্যারেজে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে জীবননগর থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়।
মামলার প্রেক্ষিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ১১টার দিকে জীবননগর বিজিবি ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে হাসিব হোসেন নামের একজনকে চুরি হওয়া সেই মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে ঝিনাইদহের কালীগঞ্জ থানার লাউতলা বড় ঘি ঘাটি গ্রামে অভিযান পরিচালনা করে অপর আসামি ছায়ার হোসেন ওরফে সাদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২টি ৮০ সিসি ডায়াং এবং ১টি ১০০ সিসি ভিক্টর মোটরসাইকেল।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, গ্রেফতারকৃত আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।