আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস ও তার সহযোগী হাফিজুল ইসলাম হ্যাপিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার জয়রামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার শুভংকর কুমার দাস (২৩) জয়রামপুর গ্রামের দাসপাড়ার শ্রী দয়াল দাসের ছেলে এবং হাফিজুল ইসলাম হ্যাপি (২৫) ডুগডুগী গ্রামের শাহাদৎ ওরফে সাধুর ছেলে। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর সামসুদ্দোহার নেতৃত্বে এসআই সৌমিত্র সাহা, মুহিদ হাসান, এএসআই রজিবুল, রমেন ও আরিফ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দামুড়হুদা থানার জয়রামপুর গ্রামের দাসপাড়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও তার সহযোগী হাফিজুল ইসলাম হ্যাপিকে গ্রেফতার করেন।
এসময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের স্মার্ট ফোন পর্যালোচনা করে দেখা যায় আসামি শুভংকর অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট।
সে দামুড়হুদা থানাসহ আশপাশ এলাকার উঠতি বয়সী যুবকদের টার্গেট করে তাদের ফোনে জুয়ার বিভিন্ন ধরনের অ্যাপস্ ইন্সটল করে জুয়ার সাইটে রেজিস্ট্রেশন করে দিয়ে অনলাইন জুয়া খেলায় প্রলুব্দ করত এবং কিপ্টো কারেন্সির মাধ্যমে টাকা ডিপোজিট, উইথড্রো করে জুয়া পরিচালনা করে আসছিল।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।