১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় র‍্যালি ও আলোচনা সভা

আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৮ই সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে র‍্যালি বের হয়ে দোয়েল চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network