আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি দেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের একটি খড় গাদা হতে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪১-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের টুনু মিয়ার গোডাউনের পশ্চিম পাশে খড়ের মধ্যে অভিযান পরিচালনা করে বিজিবি।
সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ১টি দেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।