১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: সংগৃহীত 

চুয়াডাঙ্গায় গুলশান আরা চমন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের হকপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গুলশান আরা চমন হকপাড়ার মৃত মহিউদ্দিন জোয়ার্দ্দারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌরশহরের হকপাড়ার একটি ভাড়া বাসাতে একাই বসবাস করতেন গুলশান আরা চমন। গত দুদিন ধরে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাকে খুঁজতে যায় প্রতিবেশীরা। ওই সময় ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যেহেতু ভেতর থেকে দরজা বন্ধ ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network