আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- গঙ্গাদাসপুর গ্রামের মেহেদী হাসান টিপুর ছেলে জুনায়েদ হোসেন জনি (২৬), কাশীপুর গ্রামের কামালের ছেলে বিপ্লব (৩০), মোশারেফ মিয়ার স্ত্রী সাহিদা খাতুন (৫২), কুলতলা গ্রামের জিয়ারুল সরদারের স্ত্রী শাকিলা আক্তার পাখি (৪৪), আনারুল সরদারের স্ত্রী শিউলী খাতুন (৩৭) এবং তুহিন ইসলামের স্ত্রী জেসমিন আক্তার (৩৮)।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।