আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
জীবননগর উপজেলার পেয়ারাতলা ফলবাজার পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে তিনি ফলবাজার পরিদর্শন আসলে বাজারের ব্যবসায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, পেয়ারাতলা ফলবাজার কমিটির সভাপতি চাষী রমজান, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ব্যবসায়ী তাঁরা, জাহিদুল ইসলাম, বশির প্রমুখ। পরিদর্শনকালে তিনি জীবননগর উপজেলায় এ ধরনের ফলের আড়ত স্থাপন করার জন্য বাজার কমিটিকে সাধুবাদ জানান এবং ফলবাজারের উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘সাইবার বুলিং, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক ‘মিট দ্য স্টুডেন্টস্’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষর্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। পরবর্তীতে তিনি বিদ্যালয়ের মাঠে নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন করেন।
এছাড়া জীবননগর উপজেলায় দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে তিনি জীবননগর থানা, পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং রিক এনজিও পরিদর্শন করেন।
আমিনুর রহমান নয়ন সিনিয়র স্টাফ রিপোর্টার।