১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানির অংশ হিসেবে মঙ্গলবার আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেন।এরই ধারাবাহিকতায় ‘৮৪ ইভেন্ট’ ও আল শিফা মেডিকেল সার্ভিসেসের সহযোগিতায় এবং এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে প্রায় অর্ধশতাধিক অসহায় পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়।এর মধ্যে বিশেষভাবে ৬টি অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করতে ৩টি সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।আল শিফা মেডিকেল সার্ভিসেসের সহযোগিতায় কর্মহীন মিতু আক্তারকে একটি সেলাই মেশিন দেওয়া হয়।

এছাড়া ‘৮৪ ইভেন্ট’-এর সহায়তায় ফারজানা লামিয়া ও শাহিদা খান সানজিদাকে দুটি সেলাই মেশিন এবং মো. সেন্টু ও মিলন সরদারকে কলা, ঝালমুড়ি ও ফুচকা বিক্রির উপকরণ প্রদান করা হয়। মো. হোসেনকে ডাব বিক্রির জন্য সহায়তা দেওয়া হয়।

এসব উপকরণ অসহায় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও ‘৮৪ ইভেন্ট’-এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ এবং আল শিফা মেডিকেল সার্ভিসেসের পরিচালক শায়লা ফারজানা স্বর্ণা।

এছাড়া প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে সমাজসেবার সরকারি শিশু পরিবারের জন্য বিভিন্ন প্রজাতির গাছ রোপণের উদ্দেশ্যে চারা তুলে দেন জেলা প্রশাসক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network