১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নদীতে মিলল ইমামের লাশ

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জের ঘিওরে স্থানীয় একটি মসজিদের ইমামের লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার পুখুরিয়া এলাকায় খিড়াই নদী থেকে রফিকুল ইসলামের (৩৮) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।এ নিয়ে জেলার বিভিন্ন নদী থেকে গত এক সপ্তাহে চারজনের লাশ উদ্ধার করল পুলিশ।রফিকুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। এক বছর ধরে তিনি ঘিওরের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ পড়ানোর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। জোহরের নামাজে অনুপস্থিত থাকায় খোঁজাখুঁজি শুরু হয়। মঙ্গলবার সকালে খিড়াই নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।মসজিদ কমিটির সদস্য হেলাল উদ্দিন বলেন, আমাদের ইমাম সাহেব হঠাৎ এভাবে না ফেরার দেশে চলে গেলেন—বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

ঘিওর থানার ওসি (পরিদর্শক) কোহিনূর ইসলাম জানান, পুলিশ মসজিদের ইমাম রফিকুল ইসলামের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এক সপ্তাহে আরও তিন লাশ উদ্ধার১৫ সেপ্টেম্বর সোমবার বিকালে শিবালয় উপজেলার আলোকদিয়া মধ্যনগর গ্রামসংলগ্ন যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৬০) অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। মৃতের পরনে ছিল সাদা পায়জামা। লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১৪ সেপ্টেম্বর রোববার শিবালয়ের তেওতা এলাকায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পাটুরিয়া নৌ ফাঁড়ির পুলিশ।১৩ সেপ্টেম্বর শনিবার সদর উপজেলার বেঙ্গরই গ্রামে কালিগঙ্গা নদী থেকে আরেক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, এসব লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network