১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাবুগঞ্জে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বাবুগঞ্জ উপজেলায় দিনে-দুপুরে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি ঘটেছে। চোরের দল রহমতপুর শাখা রূপালী ব্যাংকের কর্মকর্তা তরুণ চন্দ্র মন্ডল ও তার পরিবারের ঘর থেকে প্রায় ১৪ ভরি স্বর্ণ এবং ৬–৭ ভরি রূপার অলংকার লুট করে নিয়ে যায়।ঘটনাটি মঙ্গলবার বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারের নুর কমপ্লেক্সে ৪ তলা ভবনে ঘটে।ক্ষতিগ্রস্ত ডা. দিপালী জানান, তিনি ভেটেরিনারি কলেজের সরকারি অধ্যক্ষ এবং তার স্বামী তরুণ চন্দ্র মন্ডল রূপালী ব্যাংক শাখার সহকারী ম্যানেজার। সরকারি ছুটি ব্যতীত প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে তারা বাড়ি থেকে বের হন। তখন ঘরে ছিলেন ডা. দিপালীর মা ও সন্তান। প্রায় এক ঘণ্টার মধ্যে ঘরে কোনো ব্যক্তি ছিলেন না। ঠিক তখনই চোরেরা ঘরে প্রবেশ করে চুরি চালায়।

ডা. দিপালী বলেন, “আমি এক সহকর্মীর বাইকে এসে দেখেছি, ফ্ল্যাটের সামনের দরজার হুক ভাঙা। ঘরে প্রবেশ করলে আলমারি ভাঙা ও প্রায় ১৩–১৪ ভরি স্বর্ণ ও ৬–৭ ভরি রূপার অলংকার লুট হয়ে গেছে। তবে আলমারির মধ্যে থাকা দু’টি ল্যাপটপ তারা নেয়নি।”

স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, “এভাবে দিনের বেলায় চুরি বা ডাকাতি হওয়া আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক সংকেত। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে ছিলেন সিআইডি এবং বিমানবন্দর থানা তদন্ত অফিসার এসআই আবুল হোসেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং খুব শিগ্রই চোর চক্রকে সনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network