২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার কর্মস্থলে থাকেননা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা গৌরনদীতে সেনাবাহীর অভিযানে গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ চিহ্নিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তার আগৈলঝাড়ায় জহির উদ্দিন স্বপনের গণসংযোগে সংখ্যালঘু জনতার ঢল মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ১১

ফেসবুকে প্রেম: ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, অতঃপর…

আপডেট: মে ২২, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফেসবুকে জয়নালের সঙ্গে পরিচয় হয় তরুণীর। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই প্রেমের জেরে প্রেমিক জয়নাল প্রায়ই প্রেমিকার বাসায় আসা-যাওয়া করতেন। পরে বিয়ের কথা বলে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন প্রেমিক জয়নাল। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী।
বিষয়টি প্রেমিক জয়নালকে জানালে গর্ভে থাকা বাচ্চা নষ্ট করে ফেলতে বলেন এবং তাকে বিয়ে করবে না বলে জানান। এ ঘটনায় গত ২০ মে ওসমানীনগর থানায় মামলা করেন ওই তরুণী। পরে অভিযুক্ত জয়নালকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগরে। রোববার গ্রেফতার প্রেমিক জয়নালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত জয়নাল উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ৯ মাস আগে ফেসবুকের মাধ্যমে জয়নালের সঙ্গে ওই তরুণীর প্রথম পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জয়নাল প্রায় সময় তরুণীর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে জয়নাল বিয়ের প্রস্তাব দিলে তরুণী রাজি হয়ে যান। তিনি ওই তরুণীকে নিয়ে সিলেট শহরে একটি আবাসিক হোটেলে ওঠেন। জয়নাল জানান, একরাত ওখানে থাকার পরের দিন তারা কোর্টে গিয়ে বিয়ে করবেন।

হোটেলে থাকা অবস্থায় গত ৪ ফেব্রুয়ারি রাতে জয়নাল তাকে ধর্ষণ করেন। পরের দিন জয়নাল কাজী অফিসে যাওয়ার বিষয়ে টালবাহানা শুরু করলে তরুণী বাধ্য হয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। এরপর জয়নাল প্রায়ই মেয়েটির বাসায় আসা-যাওয়া করতেন এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ করতেন। এরই মধ্যে ওই তরুণী তার শারীরিক পরিবর্তন অনুভব করলে চিকিৎসককে দেখান। চিকিৎসক জানান, তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি জয়নালকে জানালে তিনি গর্ভপাত করতে চাপ দেন। অন্যথায় বিয়ে করবেন না বলে জানান। এ ঘটনায় শনিবার ওসমানীনগর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। পরে অভিযুক্ত জয়নালকে গ্রেফতার করে পুলিশ।

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network