আপডেট: মার্চ ৩১, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐহিত্যবাহী উথলী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষে পদার্পণ করা উথলী ঈদগাহ ময়দানে সোমবার সকাল ৮টার সময় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রসার সুপার মাওলানা শরিফুল ইসলাম।
উথলী ঈদগাহ ময়দানের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে নামাজ শেষে মোনাজাতের পূর্বে উথলী গ্রামের বেশ কয়েকজন কৃতিসন্তান ঈদগাহ সম্পর্কে স্মৃতিচারণ করেন। ২০২৫ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থীরা মুসল্লিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ঈদগাহের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ। আয়-ব্যয়ের হিসাব পেশ শেষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কিছুদিনের মধ্যেই গ্রামবাসীর মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে।
এদিকে ঈদগাহ ময়দানের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে শতবর্ষপূর্তি উদযাপন কমিটি। ঈদের এক সপ্তাহ আগে থেকেই গ্রামের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে আলোকসজ্জিত দৃষ্টিনন্দন গেট। ঈদগাহকে সাজানো হয়েছে চমৎকারভাবে। আজ বিকাল ৪টার সময় উথলী ও আশপাশের এলাকার বরেণ্য সুধী ও গুণীজনের উপস্থিতিতে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদ পুনর্মিলনী।
উল্লেখ্য, ১৯২৫ সালে উথলী ঈদগাহ ময়দান প্রতিষ্ঠা লাভ করে। ঈদগাহ ময়দানের জমি দান করেন মরহুম ইরাদ আলী বিশ্বাস। তবে ১০০ বছর আগে এই এলাকার মুসলিমরা কোথায় ঈদের নামাজ আদায় করত এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মাথায়। যার সঠিক উত্তর এখনও জানা সম্ভব হয়নি।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।