আপডেট: জুলাই ১৮, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ই জুলাই ২০২৫) সকাল ৭টার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে এ ম্যারাথনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই ধরনের আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় চেতনায় উজ্জীবিত হবে এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাবে।’
উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া প্রতীকী ম্যারাথনটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের গেট থেকে যাত্রা করে নির্ধারিত রুট অতিক্রম করে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস ও উদ্দীপনা।
ম্যারাথন শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রথম তিনজন বিজয়ী হিসেবে সজল, সবুজ ও সুজনকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে জাতীয় চেতনা ও ক্রীড়া মনোভাবকে তুলে ধরেন।
এই প্রতীকী ম্যারাথন আয়োজনের মাধ্যমে চুয়াডাঙ্গার সাধারণ জনগণের মধ্যে দেশপ্রেম, ঐক্যবদ্ধতা ও ক্রীড়াবান্ধব মনোভাব আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আমিনুর রহমান নয়ন সিনিয়র স্টাফ রিপোর্টার।