৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন নিহত

আপডেট: আগস্ট ৩১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

দুর্ঘটনাকবলিত আলমসাধু ও ইজিবাইক 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে উপজেলার হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মোল্লা (৫৫) নিহত হয়েছেন। রবিবার (৩১শে আগস্ট) সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর মোল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বরকত আলী মোল্লা হাতিভাঙ্গা গ্রামের মৃত বুদো মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে কেনাকাটা শেষে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন বরকত আলী মোল্লা। পথিমধ্যে মোক্তারপুর মোল্লাবাজার এলাকায় পৌঁছালে ইজিবাইকটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনি সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network